স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ পরিদর্শন করেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান, আজ বুধবার (০৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) তারিখে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে তিনি কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। কমিশনার তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেন এবং দেশের উন্নয়নে তাদের অবদান রাখার আহ্বান জানান। এছাড়া তিনি শিক্ষার্থীদের যথাযথ আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মুহাম্মদ অহিদুল ইসলাম, সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।