স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে ইয়ামিন নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী তিন ভাইয়ের অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তাকে বাসা থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করা হয়েছে।
এই ঘটনায় আহত ইয়ামিনের বাবা আবুল হোসেন গত শনিবার (৩ মে) রাতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে- উজ্জল (৪৫), মোঃ মিঠু (৪৭), স¤্রাট (৩৮), সালাম (৩৫), শুক্কুর (৩৮), রিয়াদ (৩০), আলমগীর (২৯), রনি (৩২), পান হাসান (৩০), পান স্বপন (৩৫), মামুন (৩০), আমির (৩২) এবং মোঃ স্বপন (৩৩) এই ১৩ জনের বিরুদ্ধে।
আবুল হোসেনের দাবি, তিনি ও তার ছেলেরা দীর্ঘ ১২ বছর ধরে দক্ষিণ সস্তাপুর এলাকায় বৈধভাবে ইন্টারনেট ব্যবসা করে আসছেন। তবে সম্প্রতি উজ্জল, মিঠু ও স¤্রাাট-এই তিন ভাই এবং তাদের অনুসারীরা জোরপূর্বক ওই ব্যবসা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১ মে বিকেলে ইয়ামিনকে বাসা থেকে তুলে নিতে আসে অভিযুক্তরা। সে সময় ইয়ামিনের ভাই-বোন বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে ইয়ামিনকে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরীফুল ইসলাম বলেন, “ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”