Headline :
নারায়ণকুলে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন , আইয়ুব আলী ফাহিম। পূবাইলে দিনে দুপুরে তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আমাদের উত্তরা ফাউন্ডেশন। গাজীপুরে অবৈধ মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক গাজীপুর, ২৬ মার্চ (গোপন সংবাদ): গাজীপুর। ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পপতি লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্য: আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে** ঢাকা, ১৭ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ কালীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: বিএনপি নেতার ইন্ধনের অভিযোগ। গাজীপুরে জামাত ইসলামের ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গাজীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বশেমুরকৃবি নতুন ভিসি হিসেবে নিয়োগ

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি. কে. এম মোস্তাফিজুর রহমান।

রবিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম ভিসি হিসেবে প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার স্থলাভিষিক্ত হলেন। গত ৩ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনের নীতি অনুসরণ করে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

 

এর আগে তিনি বিভাগীয় প্রধান এবং প্রভোস্ট এর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ১৯৯৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে উৎকৃষ্ট ফলাফলের সাথে মাস্টার্স (এমএসসি) ডিগ্রি লাভ করেন এ অধ্যাপক।

পরে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাবরেটরি থেকে ‘মৃত্তিকা দূষণ গবেষণা’ বিষয়ে পিএইচডি লাভ করেন। এর আগে তিনি প্রায় ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। প্রফেসর মোস্তাফিজুর রহমান চীনের বিজ্ঞান একাডেমি এবং সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন ভিজিটিং প্রফেসর হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা করেন।

নবনিযুক্ত এ ভাইস-চ্যান্সেলরের ১০০ টির বেশি প্রকাশনা রয়েছে যার অধিকাংশ এসসিআই থমসন রয়টার্স কর্তৃক প্রকাশিত। কৃষি ও পরিবেশে অগাধ জ্ঞানের পাণ্ডিত্যের স্বরূপ তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রসায়ন, জীববিজ্ঞান ও পরিবেশ প্রকৌশল সমিতি, আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান ইউনিয়ন প্রভৃতি সংস্থার গর্বিত সদস্য। বাংলাদেশের অ্যাসিড মাটি অঞ্চলের জন্য বিশেষ চুন প্রযুক্তি (২০১৪) উদ্ভাবনের সাথে সক্রিয়া ভূমিকা রাখেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এ গবেষক সফলভাবে বহু গবেষণা প্রকল্পের তত্ত্বাবধান করেছেন যার মধ্যে, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ মূল্যায়ন ও ব্যবস্থাপনা অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category