রিপোর্টার :শাকিল মোল্লা
গতকাল ৮ মার্চ, শনিবার, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সফল সভাপতি আলহাজ ডা: মোঃ রফিজুল ইসলাম দর্জির নেতৃত্বে এই অনুষ্ঠান খুবই ঝাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
মাহফিলে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সবাই দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং ঐক্য কামনা করে বিশেষ দোয়া করেন।
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: মোঃ রফিজুল ইসলাম দর্জি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সাহায্য করে। আমরা সবাই মিলে দেশের উন্নতি ও শান্তি কামনা করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।