বিশেষ প্রতিনিধি :রাকিব ইসলাম
গাজীপুর, ১৪ এপ্রিল ২০২৫:
নারায়ণকুল যুব সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল জাপানী স্কুল সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।মেলার সভাপতি ও আল রাজি পলিয়ার লিমিটেডের পরিচালক জনাব মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ কামাল হোসেন পির, উত্তরা এলাকার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ, নারায়ণকুল যুব সংঘের নেতৃবৃন্দ জনাব মোঃ নুরুল ইসলাম, জনাব মোঃ জাহাঙ্গীর আলম জয়, জনাব মোঃ নাসির উদ্দিন ও জনাব মোঃ মতিন মিয়া।
মেলায় স্থানীয় শিল্পী, কৃষক ও ব্যবসায়ীদের স্টল বসেছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতি, নৃত্য ও নাটক পরিবেশিত হবে। মেলাটি ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।