বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান
গাজীপুর মহানগরীর পূবাইল হারিবাড়ী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল,ম্যাগাজিন ১ রাউণ্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাদিম (৪৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার দুপুরে এ তথ্য জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা (পুলিশ) জানতে পারি বুধবার (১৫জানুয়ারী) দিবাগত রাতে আসামী নাদিমের হেফাজতে মাদক ও অস্ত্র রয়েছে এবং পূবাইল থানাধীন হাড়ীবাড়িরটেক এলাকায় তার বড় বোন ইলা মনির বাসায় তিনি অবস্থান করছে।পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মারফত আলী ও এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে নাদিমের বড় বোন ইলা মনির বাসায় তল্লাশী করে তার দেখানো মতে একটি কালো রংয়ের ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড বুলেট ও তার ঘরে থাকা ওয়ার ড্রপের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১,৪০,০০০/-টাকা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম বলেন,ইতিপূর্বে অস্ত্র ও মাদক মামলায় তিনি একাধিকবার জেল ও খেটেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।