বিশেষ প্রতিনিধি :আলী হোসেন শ্যামল
ঢাকা, ২৭ মার্চ ২০২৫:পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন **আমাদের উত্তরা ফাউন্ডেশন। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বালুর মাঠ এলাকায় গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা **মোনালিসা মুন্নী**, কার্যনির্বাহী কমিটির সভাপতি **আলী হোসেন শ্যামল**, সাধারণ সম্পাদক **এলেন বিশ্বাস**, সিনিয়র সহ-সভাপতি **দেওয়ান আরিফুল ইসলাম**, সহ-সভাপতি **রিপা খান**, সাংগঠনিক সম্পাদক **শহিদুল ইসলাম**, প্রচার সম্পাদক **জাকিরুল ইসলাম**, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাকিল হোসেন হৃদয়**সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আমাদের উত্তরা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন যা গত চার বছর ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি নিয়মিত খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানাবিধ সহায়তা প্রদান করে থাকে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা সমাজের উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষের সেবায় নিবেদিত থেকে কাজ করে যাবে।
এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে।