স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
খিলক্ষেতে আহত ছাত্র রাকিবুল হাসানের সাথে “আমরা বিএনপি পরিবার”-এর সাক্ষাৎ**
খিলক্ষেত, ঢাকা | ২০ মে ২০২৫, মঙ্গলবার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের সাথে আজ “আমরা বিএনপি পরিবার”-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এ সময় তারা রাকিবুলের সুস্থতা কামনা করেন এবং এই ঘটনার ন্যায়বিচার দাবি করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন:
– **এ্যাড. রুহুল কবির রিজভী**, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি
– **আতিকুর রহমান রুম্মন**, আহ্বায়ক, “আমরা বিএনপি পরিবার”
– **মোঃ আবুল কাশেম**, উপদেষ্টা, “আমরা বিএনপি পরিবার”
– **ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল**, উপদেষ্টা, “আমরা বিএনপি পরিবার”
– **ইঞ্জিনিয়ার সেলিম**, উপদেষ্টা, “আমরা বিএনপি পরিবার”
এ সময় বিএনপি নেতৃবৃন্দ রাকিবুল ও অন্যান্য আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নির্যাতনের অভিযোগ তোলেন। তারা ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকার খিলক্ষেত এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ চলছে, যেখানে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে রাকিবুলসহ বেশ কয়েকজন আহত হন।