স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা,
**নরসিংদী, ২৩ মে ২০২৫:** বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক **তারেক রহমান**-এর নির্দেশনায় শহীদ **আরমান মোল্লা**’র শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও সহযোগিতার হাত বাড়িয়েছে দলীয় নেতাকর্মীরা। গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে প্রাণ হারানোর পর আরমান মোল্লার সন্তানদের এতিমখানায় ঠাঁই নেওয়ার খবর প্রকাশিত হলে জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় নরসিংদীর মেহেরপারা এলাকায় এই মানবিক সাক্ষাৎকারে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা **অ্যাডভোকেট রুহুল কবির রিজভী**। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব **কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন**-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা **আবুল কাশেম** ও সদস্য **মাসুদ রানা লিটন**।
নেতারা শহীদ আরমান মোল্লার স্ত্রীর খোঁজ-খবর নিয়ে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং মৃত শহীদের সন্তানদের শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। এ সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক **মাহমুদুর রহমান সুমন**, কবি **রেজাউদ্দিন স্টালিন**, ঢাকা কলেজ ছাত্রদল নেতা **মিসবাহ** ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আরমান মোল্লার মৃত্যু ও তার পরিবারের দুর্দশা রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। বিএনপি’র এই উদ্যোগকে রাজনৈতিক সংহতি ও মানবিক দায়িত্বের প্রতীক হিসেবে দেখছেন স্থানীয়রা।