বিশেষ প্রতিনিধি :রাকিব ইসলাম
**গাজীপুর, ২৭ এপ্রিল (স্থানীয় সংবাদদাতা):** গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি ছেলে শিশুর সঙ্গে বলাৎকারের অভিযোগে রইজ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনাটি রবিবার (২৭ এপ্রিল) সকালে পূবাইলের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় ঘটে। অভিযুক্ত রইজ উদ্দিন স্থানীয় আখলাছ জামে মসজিদের ইমাম বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।
তদন্তে জানা গেছে, গত ১ মার্চ সকালে রইজ উদ্দিন শিশুটিকে বিভিন্নভাবে ফুসলিয়ে নিজের কাছে নিয়ে যায় এবং তাকে ঘুমাতে বলে। শিশুটি ঘুমিয়ে পড়লে সে তার সঙ্গে বলাৎকার করে। পরে শিশুটির পরিবার তার বন্ধুদের কাছ থেকে ঘটনাটি জানতে পারে এবং বিষয়টি এলাকাবাসীকে অবহিত করে। ক্ষুব্ধ স্থানীয়রা রইজ উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। শিশু বলাৎকারের অভিযোগে পূবাইল থানায় একটি মামলা নথিবদ্ধ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্তের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, তদন্তের মাধ্যমে ঘটনার সকল দিক উদ্ঘাটন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।