স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুর, ০৬ মে ২০২৫:** আজ গাজীপুর কালিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব নাফিসা আরেফীন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পৌরসভার প্রশাসক জনাব তনিমা আফ্রাদ, পৌর প্রশাসনের কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পৌরসভার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি পৌরসভার সেবার মান আরও বৃদ্ধি, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। উপস্থিত কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি শহরের অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসাধারণের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শন স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধি এবং পৌরসভার সেবা ব্যবস্থাকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।