গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে বার্জার পেইন্টার কোম্পানির আয়োজনে বুধবার রাতে একটি কর্মশালা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রঞ্জন শিল্পীদের সাথে বার্জার রং এর গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, রঞ্জন শিল্পীদের কাজের কৌশল ও তাদের কাজের মান উন্নয়নে কিভাবে সহায়তা করা যেতে পারে, এ বিষয়ে ধারণা প্রদান করা হয়।
বার্জার পেইন্টারের পক্ষ থেকে টেরেটরি ম্যানেজার আকিব জাভেদ এবং জোনাল অফিসের সামিউল চৌধুরী, গনেস মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া, হাজী এন্টারপ্রাইজের প্রোপাইটর নজরুল ইসলামও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী এন্টারপ্রাইজ।
এই কর্মশালার মাধ্যমে রঞ্জন শিল্পীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বার্জার রং এর ব্যবহারের নতুন নতুন দিক তুলে ধরা হয়, যা তাদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে।