তারেক রহমানের পক্ষে নাটোরের দু’জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা।

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা. 
নাটোর জেলার দু’জন গুরুতর অসুস্থ ও অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বুধবার সকালে নাটোর জেলা বিএনপির সদস্য ও সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল কাশেম অসুস্থ ব্যক্তিদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

নাটোরের নলডাঙ্গা থানার পিপরুল ছান্দাবাড়ী গ্রামের বাবু মন্ডলের স্ত্রী মোসাঃ পারভীন গত সপ্তাহে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগায় মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনাকালে তিনি জমি বিক্রির টাকা বাঁচাতে গিয়েই অগ্নিদগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসা ও পুনর্বাসনে তারেক রহমানের পক্ষে ৫০ হাজার টাকা দেওয়া হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিনের উপস্থিতিতে এই অর্থ পারভীনের স্বামীর হাতে তুলে দেন মোঃ আবুল কাশেম।

একইভাবে, নাটোরের ফতেঙ্গা পাড়া গ্রামের ইসহাক আলী খাঁর ছেলে মোঃ ইব্রাহীম খাঁ একটি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। তাকেও তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মোঃ আবুল কাশেম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জানান, দগ্ধ পারভীনের ঘর重(পুনর্নির্মাণ) করতেও তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, নাটোর জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য ফরহাদ কাজী, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মামুনুর রশিদ প্রমুখ।
তারেক রহমানের এই উদ্যোগে স্থানীয় জনগণ ও রোগীদের পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category