জনৈক বাদী মোঃ মামুন মিয়া(২৯)কালিগঞ্জ থানায় লিখিতভাবে জানান যে,তাহার আপন ভাই মোঃলাবু মিয়া(৩৫) গত ইংরেজি ১৭-৩-২০২৪ খ্রিস্টাব্দে ইরাক হইতে তাহাদের নিজ বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর ছুটিতে আসার পথে গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন পাইলট স্কুল মাঠে কালিগঞ্জ একটি পার্সেল দেয়ার জন্য অপেক্ষা করিলে,অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে অজ্ঞাত স্থানে অপহরণ করিয়া নিয়ে যায়। অতঃপর অপহরণকারীরা ভিকটিমের বাবার কাছে মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। মুক্তিবণের টাকা না দিলে তাহার ছেলে ভিকটিম লাবু মিয়াকে মেরে ফেলার হুমকি প্রদান করে। বাদী উক্ত ঘটনার বিষয় কালিগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করিলে, কালিগঞ্জ থানা একটি নিয়মিত অপরণ মামলার রুজু করা হয়।
গাজীপুর জেলার মাননীয় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার) স্যারের নির্দেশে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,জনাব উখিং মে এবং কালিাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহতাব উদ্দিন এর তত্ত্বাবধানে প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে কালিগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন জনাব মোঃ রাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ভিকটিম লাবু মিয়াকে নরসিংদী জেলার শিবপুর হইতে উদ্ধার করেন। ঘটনার সহিত জড়িত ৩জন দুষ্কৃতিকারী জনৈক ১।মোহাম্মদ দুলাল মিয়া( ৩০)২।নাসির উদ্দিন (২৭)৩।মোসাম্মৎ রাবেয়া(২১)দের আটক করেন।
আসামিদেরকে বিচারর্থে অদ্য বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।