স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
আজ শুক্রবার জেলা প্রশাসন, গাজীপুরের সার্বিক সহযোগিতায় এবং এসএমই কর্পোরেশন এর পক্ষ থেকে গাজীপুর সদর উপজেলার চতর আশ্রয়ন প্রকল্পে ত্রাণ বিতরণ করেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর, এসএমই কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান জনাব হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক মহোদয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের বাসায় যান, তাদের খোঁজখবর নেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।