গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজির অপরাধে তিনজনকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার , ঘোড়াশাল ব্রিজসংলগ্ন, এলাকা থেকে ওই তিনজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দেওপাড়া এলাকার বাসিন্দা রহিম শিকদারের ছেলে তারিফ শিকদার (২১), নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০) এবং নজুমদ্দীনের ছেলে সিদ্দিক (৫০)।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজী বলেন, দণ্ডপ্রাপ্তরা কালীগঞ্জ পৌরসভার নামে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। যেহেতু এটি অবৈধ; তাই তাঁদের আটক করে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অবৈধ কাজ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।