Headline :
হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার। পূবাইলে রঞ্জন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত। পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন। পূবাইলে শাহ সুফী আইজউদ্দিন ফকিরের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠিত। পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন পূবাইল গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত । পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান। কালীগঞ্জ পৌরসভা আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র‍্যালী ও আলোচনা সভা

ফতুল্লায় ভূমিদস্যু নজরুল গং’র বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ।

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

  • বিশেষ প্রতিনিধ :
  • নারায়ণগঞ্জের ফতুল্লাযর উত্তর মাসদাইর কেতাব নগর এলাকায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিং আব্দুর রহমান বাহাদুর শাহ ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন।
  • এ ঘটনায় জমি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে, কিন্তু চক্রটি প্রধান মৃত-সিদ্দিক মোল্লার ছেলে নজরুল ইসলাম ও তার সহযোগী আনোয়ার হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের বারবার চেষ্টা চালাচ্ছেন।
  • ভুক্তভোগী কিং আব্দুর রহমান বাহাদুর শাহ জানান, যেকোন প্রকারে সংঘবদ্ধ এই চক্রটি জমিটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এমন কি চক্রটি আমার নামে মিথ্যা মামলা করার পায়তারা করছে।
  • স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকবার দিন দুপুরে সীমানা প্রাচীর ও স্থাপনা তৈরি করে জমিটি দখলে নেওয়ার প্রচেষ্টা চালালেও স্থানীয়দের তৎপরতায় চক্রটি তা করতে ব্যর্থ হন। এই ভূমিদস্যু গ্রুপ প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক নির্মাণ কাজ করার পায়তারা করছে। চক্রটি মাঝে মধ্যে মহড়া দিয়ে ভীতি তৈরি করছে এলাকায়। এছাড়াও আদালতের স্থিতিবস্থা জারি থাকা সত্বেও জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে।
  • অপরদিকে মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ১৯১ নং মাসদাইর মৌজাস্থিত, সি, এস খতিয়ান নং-২৫, সি, এস দাগ-৭৬৪ এস,এ ও আর,এস খতিয়ান নং-২৫৯, এস,এ ও আর, এর এস-২২৫ নিয়া উক্ত বিবাদী নজরুল ইসলাম এর সহিত দীর্ঘদিন যাবৎ আমারও পরিবারের সহিত জমি নিয়ে বিবাদ চলিয়া আসিতেছে। ইহার ফলশ্রুতিতে বিবাদী নজরুল ইসলাম আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বিজ্ঞ ২য় সাব জজ আদালত, নারায়ণগঞ্জ দেওয়ানী মোকদ্দমা নং-৫০৮/২০২৩ দায়ের করে ও মামলাটি বর্তমানে বিচারাধীন রহিয়াছে।
  • বর্তমানে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং নানা হুমকী দমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category