গাজীপুর সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কলম্বিয়া আলিফ গার্মেন্টসের সামনে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায়এক যুবকের মৃত্যু। এই ঘটনা কে কেন্দ্র করে কিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বুধবার (০২ অক্টোবর) ৮ আটটায় ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বৃষ্টির কারনে বাসও ব্রেক করতে পারেনি। বাস তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। আমরা দ্রুত কাছে গিয়ে দেখি তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছে, পরে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা সেই বাসে আগুন দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানায় আমি্ শুনেছি কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে। বিক্ষুব্ধ জনতা পরে বাসে আগুন দিয়েছে। তবে তার নাম পরিচয় বিস্তারিত পাইনি।