স্টাফ রিপোর্টার:আমিনুর রহমান ইমতিয়াজ
শেরপুর ও ময়মনসিংহে টানা বর্ষণ ও ভূমিধসের ফলে বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে। শেরপুরের পাঁচ উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে, এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। কৃষি বিভাগ জানিয়েছে, ২০ হাজার হেক্টর আমন ও ১.৫ হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ৫০ হাজারের বেশি কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলা প্রশাসক জানান, দুর্গতদের সহায়তায় শুকনো খাবার বিতরণ এবং ক্ষয়ক্ষতির হিসাব নেয়ার কাজ চলছে।
এছাড়া, নোয়াখালী ও কুড়িগ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যেখানে লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে।