স্টাফ রিপোর্টার :আমিনুর রহমান ইমতিয়াজ
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই বলে জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছেন, কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের ট্রাভেল পাস ইস্যু করার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান হল, ট্রাভেল পাস শুধু দেশে ফেরার জন্য দেয়া হবে, অন্য দেশে যাওয়ার জন্য নয়। তবে, আদালত চাইলে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।