স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের জন্য ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ ঘটনায় তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। বাগেরহাটের মোংলা থানায় আজ (শুক্রবার) আটক জেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে ট্রলার ও জেলেদের আটক করা হয়।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, জব্দ করা ট্রলারগুলোতে ২,৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়, যা নিলামে বিক্রি করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।