স্টাফ রিপোর্টার: শাকিল মোল্লা
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি আত্মগোপনে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এই মামলাগুলোর কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগ অন্যতম।