গাজীপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। করিমগঞ্জ থানায় এই মামলা করেন বিএনপি নেতা ওমর কাইয়ুম। মামলার অভিযোগে বলা হয়েছে যে, গত ৪ আগস্ট করিমগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলার সময় অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করা হয়, এবং এতে অনেকেই আহত হন।
অভিযোগে মুজিবুল হক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হককে এই হামলায় মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, এই হামলায় জড়িতদের আর্থিক সহায়তাও দেওয়া হয় এবং এতে প্রায় ৯.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে করিমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তল্লাশি চলছে।
করিমগঞ্জের বিএনপি নেতাদের মতে, মুজিবুল হক সুবিধাবাদী হিসেবে পরিচিত এবং বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। তাঁরা বর্তমান সরকারের কাছে তাঁর শাস্তির দাবি জানিয়েছেন।