স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুরে মত বিনিময় সভায় মোঃ মনিরুল ইসলাম মনিরের বক্তব্য
গাজীপুর মহানগরের হালুয়াঘাট ও ধোবাউড়ার জনসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি।
সভায় তিনি এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও বিএনপির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আশা নিয়ে মতামত আদান-প্রদান হয়। বক্তারা সুশাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় সমস্যা সমাধানে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ ধরনের মত বিনিময় সভা ভবিষ্যতে জনগণের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।