গাজীপুরের কালীগঞ্জে প্রতারণা মামলায় তিনজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২ এই আদেশ প্রদান করেন।
জানা যায়, পৌরসভার মুনশুরপুর গ্রামের মো. জামান মিয়া একটি জমি বিক্রির জন্য রহিমা বেগমকে প্রস্তাব দেন। উভয়পক্ষের মধ্যে আলোচনা করে জমির মূল্য ৯,৪০,০০০ টাকা নির্ধারণ হয় এবং জমির কোরআনী হেবা দলিল রেজিস্ট্রি করা হয়। কিন্তু পরবর্তীতে রহিমা বেগম আবিষ্কার করেন, জামান মিয়া ভুল দাগের জমি রেজিস্ট্রি করেছেন।
গত ২৫ ফেব্রুয়ারি, রহিমা জামান মিয়ার কাছে জমি ফেরত দাবি করলে জামান তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ ঘটনায় রহিমা বেগম আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।
জামিনের জন্য আবেদন করলেও আদালত তা বাতিল করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।