গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের সাড়ে তিন মাস পর রেক্রি বাবু রোজারিও বয়স(৪৩) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রধান আসামী প্রতিবেশী লিংকন জন রোজারিওকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে লিংকনের স্বীকারোক্তির ভিত্তিতে পূর্ব দড়িপাড়া রেল সড়কের উত্তর পার্শ্বের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় মুকুল রোজারিওর ছেলে রেক্রি বাবু গত জুন মাসে নিখোঁজ হন, পরে তার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়।
ডায়েরীর পর এক অজ্ঞাত মোবাইল নম্বর থেকে রেক্রির মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে এটি তদন্তের আওতায় আনা হয়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও আসামী সটকে যায়।
গত বৃহস্পতিবার, কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল ও ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে নড়াইল থেকে লিংকনকে গ্রেফতার করে। গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় লিংকনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজল কোড়াইয়ার ডোবায় লিংকনের দেয়া তথ্য অনুযায়ী মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি জামা-কাপড় দেখে রেক্রি বাবুর আত্মীয়স্বজন সনাক্ত করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কে এম জাহাঙ্গীর কবির বলেন, এসপি স্যারের সার্বিক নির্দেশনায় লিংকনকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়।