নিজস্ব প্রতিবেদক গাজীপুর
“মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস (এমফোরসি)” প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সুইস দূতাবাসের সহায়তায় ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও সুইসকনট্যাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চরাঞ্চলে খাদ্য সুরক্ষা, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে আরও কাজ করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, চরাঞ্চলের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে এবং চরাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সুইজারল্যান্ডের সহায়তা ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে যে, চরের ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে বাজার ও অন্যান্য সেবা পর্যাপ্তভাবে পৌঁছায় না, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করে। তবে এই প্রকল্পের মাধ্যমে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত করা সম্ভব হয়েছে।
এমফোরসি প্রকল্পটি ১২ বছর ধরে চরাঞ্চলে দারিদ্র্য ও ঝুঁকি হ্রাস, জীবিকার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে কাজ করে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা।