স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে গত ৫৩ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখার পর অবশেষে অবরোধ তুলে নিলেও, কিছুক্ষণ পর পুনরায় তারা মহাসড়ক অবরোধ করেছে। এই আন্দোলনকারীরা তাদের বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের দাবি, তারা মাসের পর মাস বেতন না পেয়ে দারুণ ক্ষুব্ধ। পরিস্থিতি এখনো অগ্নিমূখী, এবং স্থানীয় প্রশাসন শ্রমিকদের দাবি আদায়ের জন্য আলোচনার চেষ্টা চালাচ্ছে।