বিশেষ প্রতিনিধি
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেশ কয়েকজন বিশ্বনেতার সাক্ষাৎ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ মোট ২০ জন নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানান, বিশ্বনেতারা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া, ড. ইউনূসও তাঁকে ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ড. ইউনূস ছাত্র আন্দোলনে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মুক্তির জন্য ধন্যবাদ জানান।
বাকুতে ড. ইউনূস আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাঁদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু উল্লেখযোগ্য।
ড. ইউনূস চার দিনের সরকারি সফরে বাকুতে অবস্থান করছেন এবং কপ ২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। সম্মেলনটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত, যার মূল লক্ষ্য জলবায়ু সংকটের মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য আরও অর্থসহায়তা নিশ্চিত করা।