স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা.
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে রাফায়েল দরেছের বাড়িতে অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত নারী ববি গমেজ (৩৫) দীর্ঘদিন ধরে তার স্বামী উজ্জ্বল দরেছের সঙ্গে মদ তৈরি ও বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ দল অভিযানে অংশ নেয়। পুলিশ ঘর তল্লাশি করে ১০ লিটার ২৫টি প্লাস্টিক জার, ৫টি ২০ লিটারের প্লাস্টিক জার এবং ৪০টি আধা লিটারের পেকেটসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। এ ছাড়াও, বাড়ির ছাদে ও টয়লেটের ভেতর থেকে ৬ ড্রাম মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও উপকরণের মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ জানায়, অভিযানের সময় ববি গমেজকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে মদ তৈরি ও বিক্রির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে।
এই অভিযানের ফলে এলাকায় মাদক বিরোধী কার্যক্রমে আরও জোরালো প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।