Headline :
হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার। পূবাইলে রঞ্জন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত। পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন। পূবাইলে শাহ সুফী আইজউদ্দিন ফকিরের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠিত। পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন পূবাইল গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত । পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান। কালীগঞ্জ পৌরসভা আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র‍্যালী ও আলোচনা সভা

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

টানা পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরকৃবি) দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে শুক্রবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ৮টি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় শেষ হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বশেমুরকৃবির ৬টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। ২০২৩-২৪ এর ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদনকারী পরীক্ষার্থী ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২০ জন।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে এ জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীগণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে আনন্দের সহিত পরীক্ষা দিতে পেরেছে। ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় বিভিন্ন রুটে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তৎপর ছিলেন বলেও তিনি জানান। এদিকে সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে এবং সশরীরে ভর্তি পরীক্ষা চলবে ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category