Headline :
হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার। পূবাইলে রঞ্জন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত। পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন। পূবাইলে শাহ সুফী আইজউদ্দিন ফকিরের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠিত। পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন পূবাইল গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত । পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান। কালীগঞ্জ পৌরসভা আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র‍্যালী ও আলোচনা সভা

দুর্গাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দুর্গাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা

দুর্গাপুর প্রতিনিধিঃ ২০২৪ সালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য জননেতা জার্জিস হোসেন সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতো ফয়সাল আহমেদ শান্ত সহ অনেকেই।

স্মরণসভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মিল্টন কুমার, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা এম.এ.আব্দুল মতিন, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমিন, প্রনিসম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আজগর আলী, আইশা নুসরাত জাহান মেডিকেল কর্মকর্তা (এমসিএইচপি), অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিনসহ ছাত্র আন্দোলনে আহত রাজশাহী সরকারি সিটি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোমিনুল হাসান, ছাত্র সমন্বয়করা সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ করে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানান বক্তারা।

ফয়সাল আহমেদ শান্ত তার বক্তব্যে বলেন, দেশ নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই আন্দোলনে অংশ গ্রহণ করে। আমি ছাত্র দলের একজন নেতা হিসাবে আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে এই আন্দোলনে অংশ গ্রহণ করি । আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।

স্মরণসভায় আগষ্টে আহত শিক্ষার্থী মোমিনুল হাসান তার বক্তব্যে বলেন, আন্দোলনে আমার মাথায় বুলেটের আঘাত লাগে, আমি প্রানভয়ে কিছুদূর সরে গিয়ে একসময় রাস্তায় পড়ে যাই। প্রথমে আমি মনে করেছিলাম মাথায় রাবার বুলেট লেগেছে, কিন্তু পরে রা,মে,ক,হাসপাতালে সিটি স্ক্যান করে জানতে পারি মাথায় আন্দোলনে ছোঁড়া বুলেট মাথার ভিতরে ঢুকে আছে, ডাক্তার দ্রুত অপারেশনের কথা বলে। প্রায় তিনমাস হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে সন্ধিক্ষণে থেকে কিছু টা সুস্থ হয়ে বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি আমারই বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদোহ মামলা হয়েছে । পরে অসুস্থ অবস্থায় আদালত থেকে জামিনে মুক্ত হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মোধ্য দিয়ে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। দুর্গাপুর উপজেলার যে সকল ছাত্র এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারা উপযুক্ত তথ্য প্রমাণ সহ আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের তালিকা উপর মহলে প্রেরণ করবো ।

স্মরণ সভার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা এবং ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category