স্টাফ রিপোর্টার : মো: মমিন জাদরান
শহীদ জিয়া স্মৃতি পদক স্মৃতি সম্মাননা-২০২৪ পেলেন জাতীয়তাবাদী দল বিএনপি দুর্গাপুর উপজেলা সদস্য সচিব মোঃ জুবায়ের হোসেন । তিনি ২৩ নভেম্বর ২০২৪ ইং শনিবার ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পদক গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলার সদস্য সচিব বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। অবৈধ ভোটারবিহীন পতিত আওয়ামী লীগ সরকারের পোষ্য প্রশাসন ও তাদের সন্ত্রাসী সংগঠনকে ব্যবহার করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ৬০ লাখ বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামী করেছে এবং এবং আমাদের হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। গত ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ১৪২ জন নেতাকর্মীকে আত্মাহুতি দিতে হয়েছিল। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, অবৈধ আওয়ামীলীগের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে আছে। তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং আওয়ামীলীগের হাজার হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দেশে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্হা করুন।
৫ আগষ্ট বাংলাদেশ ২য় বারের মতো স্বাধীন হলেও এখন পতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশের জনগণের অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন কায়দায় ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনগণের সমর্থনে দেশের দায়িত্বভার গ্রহণ করে শহীদ জিয়ার স্বপ্নের আধুনিক ও গনতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, এডভোকেট আহম্মেদ আজম খাঁন,ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা আব্দুস সালাম, উপদেষ্টা চেয়ারপারসন। অধ্যাপক সুকমল বড়ুয়া,চেয়ারপারসন এর উপদেষ্টা, অধ্যাপক জসিম উদ্দিন সাবে ভিসি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বাবুল আহমেদ নাট্য ব্যক্তিত্ব সহ প্রমুখ উপস্থিত ছিলেন।