পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন
পূবাইল গাজীপুর
বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান :
ঢাকা বাইপাস সড়কে নিরাপদ যাতায়াত সুনিশ্চিত করার লক্ষ্যে মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।বুধবার ৮ জানুয়ারি সকালে মেঘডুবি এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন ঢাকা বাইপাস সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ বসবাস করে। প্রতিদিন মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও নানা শ্রেনি পেশার লোকজন আন্ডার পাস বা ফুটওভার ব্রিজ না থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে।ভুক্তভোগীদের দাবি যেকোন উপায়ে একটি আন্ডার পাস নির্মাণ অথবা একটি ফুট ফ্লাইওভার ব্রিজ করে দিলে খুব সহজে দুই পাশের লোকজন আসা যাওয়া করতে পারবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম পুবাইল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর আলী,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তারানি মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইনুর রহমান রুবেল মাস্টার মেঘডুবী আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মকবুল হোসেন মেঘডুবি মাদ্রাসার মুহতামিম গণ এ সময় উপস্থিত ছিলেন।