অপহরণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ২।

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি :আসিফ রায়হান 

গাজীপুর মহানগরের পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শেখ মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করলে দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয় জনতা।
বুধবার রাতে অপহৃত মুজিবুর রহমান বাদী হয়ে আইনুল কবির চৌধুরী ও নাসিমুল গণির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে পূবাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে বলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম নিশ্চিত করেন।
অপহৃত শেখ মুজিবুর রহমান (৫৪) বর্তমানে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টর এলাকায় বসবাস করেন। তিনি মৃত আইনউদ্দিন শেখের ছেলে।
গ্রেপ্তার আসামিরা হলেন- আইনুল কবির চৌধুরী (৫২) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার হাইতকান্দি গ্রামের মৃত আমির আহমেদ চৌধুরীর ছেলে ও নাসিমুল গনি (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরবালি গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে। তারা উভয়ে ঢাকার মহাখালী ও কদমতলী এলাকায় বসবাস করেন।
বুধবার বিকালে জমি নিয়ে করা মামলার হাজিরা দিয়ে গাজীপুর আদালত থেকে নিজের প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে পূবাইলের মেঘডুবি এলাকায় পৌঁছালে এই অপহরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে থানায় উপস্থিত হয়ে আইনুল কবিরের স্ত্রী জানান, শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের দাপট দেখিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও জমি দিচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে দুবার জেল খাঁটিয়েছে আমার স্বামীকে। আমাদেরকে জমির দখল বুঝিয়ে দিয়ে আবার উচ্ছেদ করে মুজিবুরের আপন শ্যালককে থাকতে দিয়েছেন। আমিও তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দুই আসামিসহ ভিকটিম উদ্ধার করেছি। মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো

হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category