আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প
উত্তরা ঢাকা প্রতিনিধ :আলী হোসেন শ্যামল.
রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় উত্তরা ১২ নম্বর সেক্টর বালুর মাঠে আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ফ্রি মেডিক্যাল ক্যাম্প কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের উপদেষ্টা মোনালিসা মুন্নী , প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারন সম্পাদক এলেন বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ সভাপতি রিপা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা আঁখি, সাংস্কৃতিক সম্পাদক সাকিল হোসেন হৃদয়, ত্রাণ সম্পাদক রিপন সরকার, কার্যনির্বাহী সদস্য ফাতেমা আক্তার, সোহানুর, খালিদ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সুবিধাবঞ্চিত সকল বয়সী শতাধিক অসুস্থ রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।