স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
আজ ১৮ অক্টোবর ২০২৩ রোজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও জেলা আইসিটি দপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
পরবর্তীতে দিবসটি উদযাপন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকল আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন
গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ নয়ন, জেলা প্রশাসন, গাজীপুরের সকল কর্মকর্তাবৃন্দ, গাজীপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাধারণ জনগন।