বিশেষ প্রতিনিধ :সেলিম আহমেদ
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সকল সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ ও দোয়া শেষে রান্না করা তবারক বিতরণ।
সোমবার বিকেলে পাগলা রেলগেট মেট্রো রেল পথ ফ্লাইওভারের নিচে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত
অনুষ্ঠান সঞ্চালন করেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম।
বিশেষ অতিথি হিসেবে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী।
নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ।
সাবেক কুতুবপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রসূল।
নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শিরিনা আক্তার।
নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।