স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
তারিখ:৩০/১২/২০২৩
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নাম : জনাব উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার ( ভূমি), কালীগঞ্জ, গাজীপুর
স্থান : জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।
মোট মামলা: ০৪ টি
মোট অর্থদন্ড: সর্বমোট ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার টাকা মাত্র)
কারাদণ্ড : ২
কোন আইনে কয়টি মামলা: জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারায় ০২ টি মামলায় ৩৫,০০০/- এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০২ টি মামলায় ০২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারা প্রদান করা হয়
প্রসিকিউটরের নাম:
বেঞ্চ সহকারীর নাম: আল আমিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী