স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
উপজেলা প্রশাসন কালীগঞ্জ, গাজীপুর কর্তৃক আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমি, কালীগঞ্জ এর উদ্যোগে ৩ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর উদ্বোধন, শিশুমেলা আইডিয়াল স্কুল কাম উপজেলা শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল জনাব উখিং মে, সহকারী কমিশনার (ভূমি) জনাব নূরী তাসনিম ঊর্মি উপস্থিত ছিলেন।প্রধান অতিথি মহোদয় শিল্পকলা একাডেমির খুদে শিল্পীদের সাথে কথা বলেন এবং দেশ ও জাতি গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা তুলে ধরেন। তিনি চিত্রকলা প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় নবনির্মিত শিল্পকলা একাডেমি, ভূমি অফিসের সীমানা প্রচীরসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।