স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
আজ ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও দুর্নীতি দমন কমিশন, আঞ্চলিক কার্যালয়, গাজীপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ হাসান, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুর ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের প্রতিনিধিদ্বয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠান শেষে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং একটি দুর্নীতিবিরোধী মানববন্ধন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়সহ বিভিন্ন শ্রেণীপেশার জনগণ অংশগ্রহণ করেন।