স্টাফ রিপোর্ট :শাকিল মোল্লা
আজ গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানকে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব মোঃ ওয়াহিদ হোসেন উপস্থিত ছিলেন।
শপথ বাক্য পাঠ করানো শেষে জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, জনগণের স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সৎ, নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সরকারের ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষে সকল সহায়তা করা হবে।