স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডের ২৩১ গ্রামের শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিগত ২৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উত্তরণ সমাজ কল্যাণ সংঘ ও সনমানিয়া লায়ন্স ক্লাবের যৌথ আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ও উত্তরণ সমাজ কল্যাণ সংঘ থেকে এসএসসি ও এইচএসসি’র দুইজন শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়। সনমানিয়া লায়ন্স ক্লাবের সভাপতি ও কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ এর সভাপতিত্বে ও উত্তরণ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক বি. এম. জাকারিয়া আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ কর্মী মোঃ বাবু শেখ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল আল অদুদ শরিফ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জায়েদুল হাসান জায়েদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, সনমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল হক, সনমানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, সনমানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম রতন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ আল আমিন, সহসম্পাদক মোঃ রায়হান, সনমানিয়া লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, উত্তরণ সমাজ কল্যাণ সংঘের সহসভাপতি রমজান আলী রঞ্জু, প্রবাসী বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সুজন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল, সদস্য সাখাওয়াত হোসেন মোল্লা, সদস্য বিএম মারুফ, সদস্য মেরাজুল ইসলাম তানিমসহ সনমানিয়া লায়ন্স ক্লাব ও উত্তরণ সমাজ কল্যাণ সংঘের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। প্রধান অতিথি এই মহতী কাজকে সাধুবাদ জানান এবং কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম, উত্তরণ সমাজ কল্যাণ সংঘ ও সনমানিয়া লায়ন্স ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।