বিশেষ প্রতিনিধ :মোঃআসাদুজ্জামান নুর
কালীগঞ্জে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে পৌরসভা এবং ৭টি ইউনিয়নের ১ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ভুট্টা, পেয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা সারের দাবি তোলায় গুলি করে হত্যা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে কৃষকদের রাসায়নিক সার ও বীজ বিতরণ করছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম খান, পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ কাদির নেওয়াজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীবৃন্দ।