স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবারে কালীগঞ্জ পৌর এলাকার মুরগাঁও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি বিজয়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমেদুল কবিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি , বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক), উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম তারিকুল ইসলাম, জামালপুর ইউনিয়েরন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ওফারুক মাষ্টার, পৌর কাউন্সিলর আফসার হোসেন,কাউন্সিলর বাদল হোসেনসহ আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দও মিডিয়া ।