স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যও ডাকসুর বিপি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ (ফারুক) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এর সহধর্মিনী আফরোজ আরা রুবি, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মো, সাইদুর রহমান
দোলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারুণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর ডেপুটি এটনি জেনারেল এডভোকেট মো. সাইদুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াদুদ খান নাজুক, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ রাষ্ট্র, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রিপন, সদস্য এবিএম তারিকুল ইসলাম, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সবুজ, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহামেদুল কবীর আবু খান, ফুলদী ওয়ার্ডের সাবেক মেম্বার কবির হোসেন, জুয়েল কাউন্সিলর মো. আফসার হোসেন, কাউন্সিলর বাদল হোসেন ভূইয়া, মহিলা নেত্রী শাহিনুর আক্তার, আলহাজ্ব মো. আওলাদ হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।