Headline :
নাটোরে ক্যান্সার আক্রান্ত অসহায় ভ্যানচালক আজমিরের পাশে দাঁড়ালেন বিএনপি নেতৃবৃন্দ। ফিল্মি স্টাইলে যুবককে বাসা থেকে তুলে নিয়ে ছুরিকাঘাত, থানায় অভিযোগ। তারেক রহমানের পক্ষে নাটোরের দু’জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা। গাজীপুর কালিগঞ্জ পৌরসভা  পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে আমরা বিএনপি পরিবার। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা মো: আবুল কাশেম। গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক। নারায়ণকুলে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন , আইয়ুব আলী ফাহিম।

কালীগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের মতবিনিময়।

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা.

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতারা ও তাদের কর্মী-সমর্থকরা।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা কালীগঞ্জের বিভিন্ন সমস্যার ওপর আলোচনা করেন, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার পরিবেশ এবং মসলিন কটন মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ সভায় বলেন, “আমি এখানে সরকারের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আমি যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করব।” তিনি মসলিন কটন মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলি, মাদক নিয়ন্ত্রণ এবং শিক্ষার পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category