স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এবং পরিদর্শক মোজাম্মেল হক শুভেচ্ছা বিনিময় করেন।
সেমিনারে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব ও সুশীল সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতৃবৃন্দও এই আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদক বিরোধী কার্যক্রমে সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এসময় কালীগঞ্জ সকল সাংবাদিকবৃন্দও মিডিয়ার লোকজন আলোচনায় অংশগ্রহণ করেন এবং তারা এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। বক্তাদের মতে, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।