বিশেষ প্রতিনিধি :কাজী এনামুল হাসান
গাজীপুরের কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা মাদ্রাসার পশ্চিম পাশের একটি পুকুর থেকে শরিফ নামের এক যুবকের মর দেহ আজ(মঙ্গলবার) দুপুর ১ টায় উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে যানা যায় “গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয় তারপর থেকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি, তারপর আজ দুপুর ১টায় বালুয়াভিটা গ্রামের ক্ষেত্রা চাড়ালের পুকুরে ভাসমান অবস্থায় শরিফের লাশ পাওয়া যায়।ঘটনাস্থলে পুলিশ এসে শরিফের মৃতদেহ উদ্ধার করেন।
নিহতের পিতা হাবিবুর রহমান বলেন”আমার ছেলে শরিফ সেনেটারীর কাজ করে।সে শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বের হয়।তারপর রাতেও বাড়ি ফিরেনি। পরদিনও সে বাড়িতে না আসলে আমরা তাকে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাইনী।আজ মঙ্গলবার দুপুর ১টায় গ্রাম পুলিশ আকরাম আমাকে জানায় শরিফের লাশ বালুয়াভিটা মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুরে পাওয়া গেছে।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।পুলিশ এসে শরিফের লাশ উদ্ধার করে। তার মুখে ডান পাশে একটি ফুলা আঘাতের চিন্হ পাওয়া যায় ও নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়।শরীফ ও আমরা আক্তাউজ্জামানের ট্রাকের কর্মী হিসেবে কাজ করেছি।
কালীগঞ্জ থানার এস আই মাজেদুল বলেন”খবর পেয়ে আমরা বালুয়াভিটা মাদ্রাসার পুকুর থেকে শরিফ নামের এক যুবকের লাশ উদ্ধার করি।তার মুখের ডান পাশে ফুলা চিন্হ পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে প্রেরণ হয়েছে।আপাতত থানায় একটি ইউডি মামলা নেয়া হয়েছে।