বিশেষ প্রতিনিধ :কাজী এনামুল হাসান
কালীগঞ্জ থানার জামালপুর ও মোক্তারপুর ইউনিয়েনের অধীন অবৈধ্য ইটভাটাগুলোতে সকাল থেকে পরিবেশ অধিদপ্তর,গাজীপুর কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে ০৫ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়” বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেসা আক্তারের নেতৃত্বাধীন মোবাইল কোর্টের মাধ্যমে মেন্দিপুরের মেসার্স ফারুক ট্রেডার্সকে ৮লক্ষ টাকা,জামালপুরে আর এফ এস ব্রিকস-১,ও দিঘুয়ার আর এফ এস ব্রিকস-২ কে ১৩ লক্ষ,ফেটালিয়ার আর এফ এস ব্রিকস-৩ গুড়িয়ে দেওয়া হয়,জামালপুরের এন সি সি ব্রিকসকে ৮ লক্ষ টাকা জরিমানা ও স্থাপনা গুড়িয়ে দেওয়াসহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়”।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মইনুল হক, মোঃমমিন ভুইয়া, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্য বৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেসা আক্তার বলেন”অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে”।